কেমন আছেন, কি খাচ্ছেন চীন ফেরত বাংলাদেশিরা
শনিবার সকালে করোনা ভাইরাসের উৎসস্থল চীনের উহান শহর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দেশে ফিরেন ৩১৪ জন বাংলাদেশি।
তাদের আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের আশকোনায় হজ ক্যাম্পে রাখা হয়েছে।
আশকোনা হজ ক্যাম্পে গিয়ে দেখা গেল ওখানকার পরিবেশ।
তাদের ৩০-৪০ জনের গণরুমে থাকার ব্যবস্থা করা হয়েছে। নারী-পুরুষের জন্য নেই কোনো পৃথক রুম। ঠাণ্ডা মেঝেতে সারি সারি বিছানা পাতা।
রয়েছে মশার উপদ্রব, নেই কোন মশারি বা মশকনিধন ব্যবস্থা। মেঝেতে পাতা বিছানায় বসতেই হাজারো মশার আক্রমনে অনেকেই এখন ডেঙ্গুর ভয়ে আতঙ্কিত।
কান্না জড়িত কণ্ঠে সরকারের কাছে নিরাপদ আবাসন এবং চিকিৎসা সুব্যবস্থা প্রদান করার বিনীত অনুরোধ করেন তারা।