ওমান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
আগামী ১৭ অক্টোবর পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ওমানে প্রথম পর্বের শুরুর দিনই স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং প্রস্তুতি ম্যাচ খেলতে দুই সপ্তাহ আগেই ওমান গেছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিনের রুম কোয়ারেন্টিন শেষে আজ অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।
ওমানে তিন দিন অনুশীলনের পর স্থানীয় দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু মাহমুদউল্লাহরা দেশে থাকতেই ম্যাচটি বাতিল হয়, সেভাবেই সূচি তৈরি করা হয়েছিল। মঙ্গলবারের খবর, প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের সঙ্গে আলোচনা করে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহরা।
আগামী ৮ অক্টোবর ওমান 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডের মূল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
সোমবার স্থানীয় সময় ভোর চারটায় ওমানের মাসকাটে পৌঁছায় বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে মাহমুদউল্লাহ-মুশফিকদের নিয়ে যাওয়া হয় সমুদ্রের তীরে অবস্থিত সাংরি-লা আল হুসন রিসোর্ট অ্যান্ড স্পাতে। ক্রিকেটাররা সেখানেই রুম কোয়ারেন্টিন করেন।
প্রথম পর্ব খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতে হবে বাংলাদেশকে। আনুষ্ঠানিকভাবে প্রথম পর্ব বলা হলেও এটা মূলত বাছাইপর্ব। এই পর্বে বাংলাদেশ 'বি' গ্রুপে খেলবে। বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে না পারায় বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে।
ওমানে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ। সেখানে একদিনের কোয়ারেন্টিন করে ১১ অক্টোবর অনুশীলন করবে মাহমুদউল্লাহর দল। ১২ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে পরদিন ওমানে ফিরে যাবে বাংলাদেশ।
প্রথম পর্বে মাঠে নামার আগে ১৬ অক্টোবর এক বেলা অনুশীলন করবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ মিশন। এরপর ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল পর্বের টিকেট মিললে ২২ অক্টোবর আরব আমিরাতে যাবেন মাহমুদউল্লাহরা।