বাংলাদেশকে হারাতে প্রত্যয়ী ওমান অলরাউন্ডার
টি-টোয়েন্টিতে এর আগে একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওমান। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ওমানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার মুখোমুখি হওয়ার আগে সেই ম্যাচ আলোচনাতে নেই, এবার দৃশ্যপট একেবারে আলাদা। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে কোণঠাসা অবস্থায় বাংলাদেশ। আর এই রাউন্ডের আয়োজক ওমান তাদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসে টই-টুম্বুর।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় লড়বে বাংলাদেশ-ওমান। চলমান স্কটল্যান্ড-পিএনজি ম্যাচে স্কটল্যান্ড জিতলে আর পরের ম্যাচে ওমান জয় পেলে সুপার টুয়েলভে উঠবে এই দুই দল। বাদ পড়বে বাংলাদেশ ও পিএনজি।
বাংলাদেশকে হারিয়ে মূল পর্বের টিকেট কাটতে প্রত্যয়ী ওমানের অলরাউন্ডার খাওয়ার আলী। তিনি বলেছেন, 'আমাদের দল সুপার টুয়েলভে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা পরের রাউন্ডে আমাদের জায়গা নিশ্চিত করার লক্ষ্যে ইতিবাচক মনোভাব নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামব।'
ঘরের মাঠে খেলছে ওমান, তাদের হারানোরও কিছু নেই। সেদিক থেকে বাংলাদেশের কাঁধে চাপের পাহাড়। এটারই সুবিধা নিতে চায় ওমান। স্কটল্যান্ডের বিপক্ষে ১৪১ রান তাড়া করতে নেমে বাংলাদেশের হতশ্রী ব্যাটিংও আশা জাগাচ্ছে ওমানকে। খাওয়ার জানিয়েছেন, আগে ব্যাটিং করে একটা লক্ষ্য দাঁড় করিয়ে সেটা নিয়ে লড়াই করবেন তারা।
ওমানের হয়ে ৩৩টি টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ ডানহাতি এই অলরাউন্ডার বলেন, 'রান তাড়ায় তাদেরকে দুর্বল লেগেছে। তাদের ব্যাটসম্যানদের দেখে মনে হয়নি তারা ফর্মে আছে। তারা যে চাপে আছে, সেটা বলাই যায়। কিন্তু আমাদের তিনটি বিভাগেই ভালো খেলতে হবে। আশা করি, ফলাফল আমাদের পক্ষে আসবে। বাংলাদেশের শক্তি-সামর্থ্য সম্পর্কে আমরা জানি। আমরা নিজেদের কন্ডিশনে খেলছি, আমরা আমাদের শক্তির জায়গা মনে রেখে খেলব।'