‘স্টুপিড প্রশ্ন’- চার নম্বরে ব্যাটিং করার প্রসঙ্গে তামিম
একদিন আগেই বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছে প্রশ্ন রাখা হয়, 'তামিম ইকবালের মতো সিনিয়র ব্যাটসম্যানরা নিচের অর্ডার ব্যাটিং করতে পারেন কিনা।' উত্তরে অস্ট্রেলিয়ান কোচ জানান, চার নম্বরে 'ফ্যান্টাস্টিক' ব্যাটসম্যান হতে পারেন তামিম। এমনকি তামিম নিজেও এটা পছন্দ করতে পারেন। কিন্তু পরদিনই এ নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানালেন, চারে ব্যাটিং করার কোনো সম্ভাবনাই নেই তার। চার নম্বরে ব্যাটিং করার ব্যাপারটি ছিল স্টুপিড প্রশ্ন।
রোববার দুই বছরের জন্য রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন তামিম। অনুষ্ঠানে তামিমকে চার নম্বরে ব্যাটিং করার প্রসঙ্গে প্রশ্ন করা হয়। প্রশ্নটি শুনে সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছোড়েন অভিজ্ঞ এই ওপেনার। ওপেনিংয়েই ব্যাটিং করাটা তার জন্য ভালো, প্রশ্ন কর্তার এমন মন্তব্য শোনার পর নিজের ব্যাখ্যা দেন তামিম। ব্যাটিং কোচকে নিয়ে কিছু না বললেও আগের দিনের প্রশ্নকর্তাকে ধুয়ে দেন তিনি।
বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, 'আপনার কাছে কী মনে হয়, আমার কী চার নম্বরে ব্যাটিং করা ভালো নাকি ওপেন করা ভালো? আমার কাছে মনে হয়, প্রশ্নটা যে ব্যক্তি করেছেন, তার ব্রেইনে কী ছিল, তার মাথার মধ্যে কী আছে না আছে, আমার কোনো ধারণা নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রশ্নটা খুবই স্টুপিড ছিল। চার নম্বরে ব্যাটিং করার কোনো কারণ আমি দেখি না। আমি ১৭ বছর ধরে ওপেন করছি এবং আমি ভালো করছি।'
দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪২৯ ইনিংসে মাত্র একবার ইনিংস উদ্বোধন করেননি তামিম। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন না করে অন্য পজিশনে ব্যাটিং করেন তামিম। পচেফস্ট্রুম টেস্টে প্রোটিয়াদের ব্যাটিং ইনিংসের শেষ দিকে ফিল্ডিংয়ে ছিলেন না তিনি। এ কারণে ইনিংস উদ্বোধন করতে পারেননি বাংলাদেশ ওপেনার। ওই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানের ইনিংস খেলেন তামিম।
অথচ চার নম্বরে তামিমের দারুণ সম্ভাবনা দেখছেন সিডন্স। জাতীয় দলের সাবেক এই প্রধান কোচ শনিবার সংবাদিকদের বলেন, 'বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে সুযোগটা পায় (একটু নিচে নামার)। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে ধারণা আমার।'
'তবে আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে! ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা 'এ' দলে কিংবা টাইগার্সে, এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে ফ্যান্টাস্টিক হবে।' যোগ করেন সিডন্স।