খেলাধুলায় সৌদি আরবকে 'অনন্য মাত্রায়' নিয়ে যাচ্ছেন রোনালদো

শুধু ফুটবলই নয়, ফর্মুলা ওয়ান, বক্সিংয়ের বড় ইভেন্ট, গলফ ট্যুর, ক্রিকেটের মতো খেলার আয়োজনও করছে সৌদি আরব। গত রাতেই যেমন অ্যান্থনি জশুয়া ও ডিওনটে ওয়াইল্ডারের বক্সিং ম্যাচের আয়োজন হয়েছে সৌদি আরবে।