মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান এনরিকেও!
পুরো দুনিয়াই যেন এবার লিওনেল মেসিকে বিশ্বকাপ তুলে দেওয়ার জন্য বদ্ধপরিকর। নিজের দেশ ছাড়া অন্য কেউ বিশ্বকাপ জিতলে সেটি যেন মেসির আর্জেন্টিনাই হয়, এমনটাই চাওয়া সবার।
কদিন আগেই স্পেনের মিডফিল্ডার পেদ্রি জানিয়েছেন স্পেন বিশ্বকাপ না জিতলে তিনি চাইবেন যেন মেসি এবং আর্জেন্টিনাই জিতুক। বিশ্বকাপ জয়ী আরেক সাবেক স্প্যানিশ মিডফিল্ডার ও দীর্ঘদিন মেসির বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাও একই ইচ্ছা প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন স্পেনের ম্যানেজার লুইস এনরিকেও।
বার্সেলোনার কোচ হিসেবে মেসিকে ৩ বছর কাছ থেকে দেখেছেন এনরিকে। মেসি এবং এনরিকে জুটি মিলে বার্সেলোনাকে উপহার দিয়েছেন ৯টি শিরোপা। যার মধ্যে ২০১৫ সালে জেতা ট্রেবলও আছে। একসময়ের শিষ্যের প্রতি যে এখনও ভালোবাসা বজায় আছে সেটিই যেন এনরিকে জানিয়ে দিলেন মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাওয়ার আকাঙ্খায়।
তবে মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাইলেও সেটি নিজের দেশ স্পেনকে উপেক্ষা করে নয় বলেও নিশ্চিত করেছেন এনরিকে, "মেসির মতো একজন খেলোয়াড় বিশ্বকাপ না জিতলে সেটি অন্যায়। সে অবশ্যই এটি জেতার প্রাপ্য। আমরা যদি এবার বিশ্বকাপ না জিতি তাহলে চাইব মেসি আর আর্জেন্টিনা যেন এটি জিতে।"
লিওনেল মেসি নিজে এটিই তার শেষ বিশ্বকাপ বললেও এনরিকে মনে করেন মেসির পক্ষে আরও একটি বিশ্বকাপ খেলা সম্ভব। এদিকে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে ফেভারিটের তালিকায় রাখছেন এনরিকে, নিজের দেশ স্পেন, জার্মানি এবং ফ্রান্সের সম্ভাবনার কথাও জানিয়েছেন স্প্যানিশ এই কোচ।