রেফারিকে টাকা দেওয়ার অভিযোগ প্রমাণিত: বড় শাস্তির মুখে বার্সা
বার্সেলোনা ফুটবল ক্লাবের মূলমন্ত্র 'ক্লাবের চেয়েও বেশিকিছু'। অথচ গত কয়েক বছরে বিভিন্ন কারণে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে কাতালান ক্লাবটি। আর্থিক অনিয়ম, খেলোয়াড়দের বেতন নিয়ন্ত্রণ না করতে পারাসহ বেশি টাকা খরচ করে খেলোয়াড় কেনার প্রবণতা দেখা গিয়েছে দলটির কাছ থেকে।
বিশৃঙ্খলায় যেন আবদ্ধ বার্সেলোনা বোর্ড। যার সর্বশেষ নজির রেফারি কমিটিকে টাকা দেওয়ার অভিযোগ। কাতালুনিয়ার ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ, জোসেফ মারিয়া বার্তেমেউ সভাপতি থাকাকালে পরামর্শের জন্য তৎকালীন লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি জোসে নেগ্রেরিয়াকে ১.৪ মিলিয়ন ইউরো বা প্রায় ১৫ কোটি টাকা প্রদান করেছে তারা। ২০১৬-১৮ সাল পর্যন্ত তিন বছর ধরে এই অর্থ প্রদান করা হয়।
কদিন আগে দলবদলের ব্যাপারে অনিয়ম করে ১৫ পয়েন্ট জরিমানার মুখে পড়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। এবার একই ধরনের শাস্তি চোখ রাঙাচ্ছে বার্সেলোনাকেও। তবে শাস্তির মাত্রা বড় হয়ে লা লিগা থেকে অবনমিতও হয়ে যেতে পারে বার্সা।
প্রসিকিউটর অফিসে সাক্ষ্য দেওয়ার সময় নেগ্রেরিয়া এবং তার ছেলে অবশ্য বার্সাকে অর্থের বিনিময়ে বাড়তি সুবিধা দেওয়ার কথা অস্বীকার করেছেন। তাদের দাবি, এই টাকা দেওয়া হয়েছিল পরামর্শক হিসেবে কাজ করার জন্য। যেখানে তারা বার্সেলোনা খেলোয়াড়দের কীভাবে রেফারির সঙ্গে আচরণ করতে হয়, তা শিখিয়েছেন।
পাশাপাশি ম্যাচে কোন রেফারি দায়িত্ব পালন করছেন, তা বিবেচনায় নিয়ে কোন আচরণ করা যাবে এবং কোন আচরণ করা যাবে না, সেগুলোও নাকি খেলোয়াড়দের শিখিয়েছেন নেগ্রেরিয়া।
নেগ্রেরিয়া অবশ্য এ সংক্রান্ত কাজের কোনো প্রমাণ দেখাতে পারেননি। তবে এক প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। বার্সা বলছে, বাইরের টেকনিক্যাল পরামর্শক হিসেবে তারা নেগ্রেরিয়ার প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নিয়েছিল। তবে কোনো ধরনের অনৈতিক ও অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করেছে তারা।
এই কাজে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় শাস্তি পেতে যাচ্ছেন বার্সার দুই সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল এবং জোসেপ মারিয়া বার্তেমেউ।