অপ্রাপ্তবয়স্ক মেয়ের আপত্তিকর ভিডিও ছড়ানোয় গ্রেপ্তার তিন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়
অপ্রাপ্তবয়স্ক একজন মেয়ের আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলের তিন খেলোয়াড়কে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ, তবে গ্রেপ্তারকৃত খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়নি।
সিভিল গার্ড পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ১৬ বছর বয়সী মেয়েটির মা এ মাসের শুরুতে ক্যানারি দ্বীপপুঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ নিয়ে অভিযোগ করেন। এরপর রিয়ালের অনুশীলনের মাঠ থেকে তিন খেলোয়াড়কে আটক করা হয়। আটক করা খেলোয়াড়দের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে।
সিভিল গার্ড পুলিশের মুখপাত্র বলেছেন, 'অপ্রাপ্তবয়স্ক মেয়ের আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সে জন্য এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।'
সেই মুখপাত্র আরও জানিয়েছেন, খেলোয়াড়দের আটক করার পর তাদের মুঠোফোন জব্দ করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। এই তিন খেলোয়াড়ের বাইরে রিয়ালের বয়সভিত্তিক দলের আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পুলিশ।
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, রিয়াল 'বি' দলের এক খেলোয়াড় এবং 'সি' দলের তিন খেলোয়াড়ের 'হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ভিডিও ছড়ানোর অভিযোগে সিভিল গার্ড পুলিশের কাছে বিবৃতি দেওয়ার' ঘটনাটা তারা জানে।
বিবৃতিতে আরও বলা হয়, 'ক্লাব পুরো ঘটনা বিশদভাবে জানার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।'