মঞ্চে বিজয়ীর মুকুট কেড়ে নেয়া সাবেক সেই ‘মিসেস শ্রীলঙ্কা’ গ্রেপ্তার
'মিসেস শ্রীলঙ্কা' সুন্দরী প্রতিযোগিতা নিয়ে আলোচনা থামছেই না।
গত রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত 'মিসেস শ্রীলঙ্কা' প্রতিযোগিতার ফলাফল ঘোষণার দিনে দর্শকদের হাততালি ও উল্লাসের মধ্য দিয়ে বিজয়ী হিসেবে পুস্পিকা ডি সিলভার নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের ভিডিও ফুটেজেও দেখা যায়, আয়োজকরা তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দিচ্ছেন।
কিন্তু এর কিছুক্ষণ পরেই ২০১৯ সালের সাবেক বিজয়ী ও ২০২০ সালে 'মিসেস ওয়ার্ল্ড' বিজয়ী ক্যারোলিন জুরি মঞ্চে উপস্থিত হন। তিনি মাইক্রোফোন হাতে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলেন, বিজয়ী নারী একজন ডিভোর্সি, তাই তিনি এ প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা রাখেন না।
এরপরই তিনি স্তম্ভিত বনে যাওয়া ডি সিলভার দিকে ঘুরেন এবং জোর করে তার মাথা থেকে মুকুট খুলে নিয়ে প্রথম রানার আপের মাথায় পরিয়ে দেন।
তবে এ ঘটনার পর আয়োজকরা ডি সিলভাকেই আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা করেন। তাদের দাবি, 'বিবাহিত' হবার শর্ত পূরণ করেই প্রতিযোগিরা এখানে সুযোগ পেয়েছেন।
ঘটনা এখানেই থেমে থাকলে কথা ছিল। কিন্তু পরবর্তীতে নিজের বিবৃতিতে ডি সিলভা এই ঘটনায় তাকে অপমান করা হয়েছে বলে উল্লেখ করেন। প্রতিযোগিতার মঞ্চে হওয়া এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
ফেসবুক পোস্টে ডি সিলভা লিখেন, 'একান্ত ব্যক্তিগত কারণে' তিনি ও তার স্বামী আপাতত আলাদা থাকছেন, তবে তাদের মধ্যে ডিভোর্স হয়নি। তিনি আরও জানান, যদি অযোগ্য হতেন, তাহলে শুরুতেই তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হতো।
পুস্পিকা ডি সিলভা বলেন, মাথায় আঘাত পাওয়ার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে পর্যন্ত যেতে হয়েছে।
এরপরেই বিজয়ীকে আহত করার অভিযোগে প্রতিযোগিতার সাবেক বিজয়ী এবং বর্তমান মিসেস ওয়ার্ল্ড ক্যারোলিন জুরিকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিনিয়র পুলিশ কর্মকর্তা অজিত রোহানা বলেছেন, 'গত রোববারের ঘটনায় সাধারণ আঘাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ক্যারোলিন জুরি ও তার সহযোগী মডেল চুলা পদমেন্দ্রকে পুলিশ গ্রেপ্তার করেছে।'
পুস্পিকা ডি সিলভা বৃহস্পতিবার কলম্বোর একটি পুলিশ স্টেশনের বাইরে সাংবাদিকদের জানান, জুরি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলে তিনি নিজের অভিযোগ তুলে নিতেন কিন্তু জুরি ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ১৯ এপ্রিল আদালতে এ মামলার শুনানি ধার্য করা হয়েছে। এ মুহূর্তে জামিনে রয়েছেন জুরি ও তার সহযোগী মডেল চুলা পদমেন্দ্র।
তাদের কিংবা তাদের আইনজীবী কারো পক্ষ থেকেই এখনো কোন মন্তব্য আসে নি।
- সূত্র-দ্য গার্ডিয়ান