মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০: চূড়ান্ত পর্বের সেরা ১০
সৌন্দর্য্য ও প্রতিভার সম্মিলনে আন্তর্জাতিক প্রতিযোগিতা 'মিস ইউনিভার্স বাংলাদেশ।' এবারের মূল স্লোগান 'আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য'।
এবারের আসরের চূড়ান্ত পর্বে উঠে এলেন শীর্ষ ১০ প্রতিযোগী। আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক দিনের গ্রুমিং পর্ব আর বিভিন্ন অনুশীলন কার্যক্রমে অংশগ্রহণের ওপর ভিত্তি করে সেরা ১০ সুন্দরীকে বেছে নিয়েছেন প্রতিযোগিতার বিচারকেরা।
এদের মধ্যে যিনি সেরা হবেন, তিনি আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য 'মিস ইউনিভার্স ২০২০' প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
ফ্লোরা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো আয়োজিত এবারের 'মিস ইউনিভার্স বাংলাদেশ' প্রতিযোগিতায় ৯ হাজারের বেশি নিবন্ধন জমা পড়ে। অডিশন রাউন্ড ও মূল পর্ব পেরিয়ে সামনে এলেন এই সেরা দশ নারী। তারা হলেন অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমা তুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, নিদ্রা দে, তানজিয়া জামান মিথিলা ও তৌহিদা তাসনিম তিফা।
আরটিভির স্টুডিওতে অনুষ্ঠিত সেরা ১০ বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান, ফ্যাশন হাউস জুরহেমের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনির এবং ব্র্যাক ইউনিভারসিটির আন্তর্জাতিক বিষয়ের ম্যানেজার আইরিন সমার তিলগার।
প্রতিযোগিতার ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম জানান, এরাই থাকবেন চূড়ান্ত পর্বের বিচারকের আসনে।
এদিকে, প্রতিযোগিতার প্রেসিডেন্ট মোস্তফা রাফিকুল ইসলাম ডিউক জানান, আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।