‘এমএসএন’ ত্রয়ীর হোয়াটসঅ্যাপ গ্রুপ
লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার- এই তিনে মিলে গড়ে উঠেছিল ফুটবল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগ। বার্সেলোনার 'এমএসএন' ত্রয়ীর দাপটে নিমেষেই গুঁড়িয়ে যেত প্রতিপক্ষের রক্ষণদূর্গ। ২০১৪-১৫ মৌসুমে গোলবন্যা বইয়ে দিয়েছিলেন এই তিন ফুটবলার। মেসি, সুয়ারেজ, নেইমারের সম্মিলিতভাবে করা ১২২ গোল করার মৌসুমে ট্রেবল জিতেছিল কাতালানরা।
পরের মৌসুমেও দুর্বার ছিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই তিন ফুটবলার। আগের মৌসুমে করা ১২২ গোল ছাড়িয়ে পরের মৌসুমে তিন জন মিলে করেন ১৩১ গোল। প্রতিপক্ষের জন্য যমদূত হয়ে ওঠা 'এমএসএন' ত্রয়ী ভাঙে নেইমার দল ছাড়ায়। ২০১৭ সালে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
নেইমার গেলেও মেসির সঙ্গে জুটি বেধে খেলে যাচ্ছিলেন সুয়ারেজ। কিন্তু রোনাল্ড কোম্যান কোচ হিসেবে বার্সার দায়িত্ব নিয়েই সুয়ারেজকে নতুন দল দেখতে বলেন। দেরি করেননি উরুগুইয়ান এই ফরোয়ার্ড, পাড়ি জমান অ্যাটলেটিকো মাদ্রিদে।
'এমএসএন' ত্রয়ীর তিনজন এখন তিন ক্লাবে। তবে বার্সায় থাকতে তাদের মধ্যে সখ্য গড়ে উঠছে, সেটা টিকে আছে এখনও। নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে মেসি, সুয়ারেজ, নেইমার মিলে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন। এখানে তাদের নিয়মিত কথা হয় বলে জানিয়েছেন মেসি।
স্প্যানিশ টেলিভিশন 'লা সেক্সতা'কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, 'নেইমার ও সুয়ারেজকে নিয়ে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা নিয়মিত একে অন্যের সঙ্গে কথা বলি। চ্যাম্পিয়ন্স লিগের ড্র নিয়ে নেইমারের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছে। এই মুহূর্তে আমি ওদের দলের মুখোমুখি হতে চাইনি।'
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরটির দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হবে বার্সেলোনা-পিএসজি। এই ড্র মেসি, নেইমার কারোরই পছন্দ হয়নি। মেসি বলেন, 'এবারের ড্র পছন্দ হয়নি আমার। কারণ এখনই পিএসজির মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে আমাদের। নেইমারও ড্র পছন্দ করেনি। কারণ আমরা এখন ভালো অবস্থায় না থাকলেও ওর বিশ্বাস আমরা ভালো করব।'