নতুন নয়, পুরোনো করোনা ভাইরাসে আক্রান্ত বস্ত্র ও পাটমন্ত্রী
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী চীনসহ বর্তমানে বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হননি। তবে ২২৯-ই নামের সাতটি করোনা ভাইরাসের একটিতে আক্রান্ত তিনি।
মন্ত্রী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউ উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া।
গোলাম দস্তগীর গাজীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি উচ্চ রক্তচাপসহ কিছু সাধারণ শারীরিক সমস্যায় চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।