বাইরে বেরোলেই টিকার সনদ লাগবে: স্বাস্থ্যমন্ত্রী
বাড়ির বাইরে গেলেই এখন থেকে টিকা সনদ সাথে রাখতে এবং প্রয়োজনে তা দেখাতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে দেশের সামগ্রিক কোভিড পরিস্থিতি সম্পর্কে বিবৃতি প্রদানকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আপনি মেলায় বা ক্রিকেট ম্যাচ দেখতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে টিকার সনদ বহন করতে হবে।"
আসন্ন বিপর্যয় ঠেকাতে দেশের প্রতি জেলায় স্থানীয় প্রশাসনকে কোভিড-১৯ বিধির ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "দিনশেষে এই দায়িত্ব প্রতিটি ব্যক্তির নিজের উপর বর্তায়। প্রত্যেকেরই এখন যথাসম্ভব বাহ্যিক কার্যক্রম কমাতে হবে।"
দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় আজ একাধিক বিধিনিষেধ তালিকাভুক্ত করেছে সরকার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ৫০ শতাংশ কর্মী দিয়ে চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শীঘ্রই প্রজ্ঞাপন আকারে এ নির্দেশ প্রকাশ করা হবে।
অন্যদিকে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বা সরকারি অনুষ্ঠানে ১০০ জনের বেশি জমায়েত হতে পারবে না।
যারা এই ধরনের কোনো ইভেন্টে যোগ দেবেন তাদের কোভিড-১৯ ভ্যাকসিন সার্টিফিকেট এবং সাথে ইভেন্টের ২৪ ঘণ্টার মধ্যে করা টেস্ট থেকে আরটি-পিসিআর নেগেটিভ সার্টিফিকেট বহন করতে হবে।
নির্দেশনা বাস্তবায়ন করা প্রশাসনের দায়িত্ব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা চাই তারা তাদের সতর্কতা বাড়াক। আমাদের নিজেদের সুরক্ষার জন্য নিয়ম মেনে চলতে হবে। সরকারের একার পক্ষে তা সম্ভব নয়।"
"আমরা সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ৭০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
সব মিলিয়ে আমরা ১৫ কোটি ১০ লাখ টিকা দিয়েছি। হাতে আরও ৯ কোটি টিকা আছে। আমরা জনসন অ্যান্ড জনসনের তিন লাখ ৩৭ হাজার টিকা পেয়েছি। আরও আসবে," যোগ করেন তিনি।