এক বালিশে মেসি-ট্রফি, ঘুম থেকে উঠে বললেন, ‘শুভ সকাল’
অবশেষে আধারের অধ্যায় শেষ। সূর্যের রাঙা হাসিতে ঝিলিক দিয়েছে সোনালী শিরোপা, বিশ্বজয়ের প্রশান্তিতে সবুজ গালিচায় হাত-পা ছড়িয়ে দিয়েছেন মেসি। এ যে পরম শান্তি, ৩৬ বছরের অপেক্ষা ফুরানোর অপার্থিব এক সুখ।
অবশেষে আধারের অধ্যায় শেষ। সূর্যের রাঙা হাসিতে ঝিলিক দিয়েছে সোনালী শিরোপা, বিশ্বজয়ের প্রশান্তিতে সবুজ গালিচায় হাত-পা ছড়িয়ে দিয়েছেন মেসি। এ যে পরম শান্তি, ৩৬ বছরের অপেক্ষা ফুরানোর অপার্থিব এক সুখ।