'মেসিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সেরা ছিলো বার্সেলোনার জন্য'
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর থেকে সব জায়গাতেই ধুঁকছে কাতালান ক্লাবটি। তবুও যেন আক্ষেপ নেই বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার। মেসিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ক্লাবের জন্য জরুরি ছিলো বলে দাবি করেছেন এই ফুটবল সংগঠক।
২০২১ সালের জুন মাসে হুট করেই বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন লিওনেল মেসি। সবাইকে অবাক করে দিয়েই কাতালান ক্লাবটির সঙ্গে নিজের ২১ বছরের সম্পর্কের ইতি টানেন তিনি। তবে এর পেছনে মুখ্য ভূমিকা ছিলো বার্সেলোনা অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থা।
মেসি ক্লাব ছাড়ার পর থেকে সব প্রতিযোগিতাতেই ধুঁকে মরছে বার্সেলোনা। এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত শীর্ষস্থানে থাকলেও গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা। এতকিছুর পরেও মেসিকে ছেড়ে দেওয়াটা বার্সেলোনার বৃহত্তর স্বার্থের জন্য ভালো হয়েছে বলে মনে করেন ক্লাবটির প্রেসিডেন্ট, হোয়ান লাপোর্তা।
বার্সেলোনার অর্থনৈতিক ভগ্নদশার দিকে ইঙ্গিত করে লাপোর্তা বলেন, 'ওই মুহূর্তে আমার বার্সেলোনার কথাই ভাবতে হতো। যার জন্য আমি সর্বকালের সেরা খেলোয়াড়কেও ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আমাদের অর্থনীতি খুবই করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, এখনও সমস্যা রয়েই গিয়েছে।'
উল্লেখ্য, লাপোর্তার আগের দুই বার্সেলোনা প্রেসিডেন্ট, হুয়ান বার্তোমেউ এবং সান্দ্রো রোসেল ক্লাবকে রেখে গিয়েছেন চরম অসংলগ্ন অবস্থায়। মেসিকে ছেড়ে দিতে বাধ্য হওয়ার পেছনে রয়েছে তাদেরই করে যাওয়া প্রায় ১৪ হাজার কোটি টাকার ঋণ।
তবে মেসি আবারো বার্সেলোনায় ফিরতে পারেন কিনা এমন প্রশ্নের কোনো পরিস্কার জবাব দেননি হুয়ান লাপোর্তা।