‘মিথ্যা আশা দিতে চাই না’; মেসি প্রসঙ্গে বার্সা সভাপতি
লিওনেল মেসি-বার্সেলোনার দীর্ঘদিনের সম্পর্কে ছেদ পড়েছে। কাতালান ক্লাবে আর থাকা হচ্ছে না আর্জেন্টাইন ফুটবল জাদুকরের। দুই পক্ষ মতৈক্যে পৌঁছালেও লা লিগার আর্থিক ও কাঠামোগত বাধার কারণে মেসির সঙ্গে নতুন চুক্তি করতে পারেনি বার্সা। যদিও এখনও অনেকের আশা বার্সাতেই থেকে যাবেন মেসি। তাকে রাখতে লা লিগার বেতন নীতিতে পরিবর্তন আসতে পারেও বলে মনে করছেন অনেকে।
তাদেরকে দুঃসংবাদ দিলেন বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা। এক সংবাদ সম্মেলনে লাপোর্তা জানিয়েছেন, কাউকে মিথ্যা আশা দিতে চান না তিনি। মেসিকে বার্সায় রাখার কোনো সুযোগ নেই আর।
বার্সা সভাপতি বলেন, 'অবস্থার পরিবর্তন ও মেসির সঙ্গে চুক্তি নবায়ন করার সম্ভাবনা? আমি মিথ্যা আশা দিতে চাই না। আমাদের একটি সময়সীমা বেধে দেওয়া ছিল, কারণ লা লিগা শিগগিরই শুরু হতে যাচ্ছে। মেসি এখন বিকল্প চিন্তা করতে পারে।'
মেসিকে রাখতে সব ধরনের চেষ্টা করেছে বার্সা। কিন্তু কোনো উপায়েই ক্লাবের সর্বকালের সেরা ফুটবলারকে রাখার পথ খুঁজে পায়নি তারা। স্বভাবতই বার্সা ভক্তদের মতো মন খারাপ লাপোর্তোরও।
তিনি বলেন, 'আমি ব্যথিত, কিন্তু লিওকে বার্সেলোনায় রাখতে আমরা সব ধরনের চেষ্টা করেছি। আমরা মতৈক্যে পৌঁছেছিলাম। লিও বার্সায় থাকতে চেয়েছিল, আমরাও চেয়েছিলাম তাকে রাখতে। কিন্তু মেসিকে ছাড়াই নতুন অধ্যায় শুরু করতে হবে। আমরা লিওর প্রতি কৃতজ্ঞ থাকব।'
মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি প্রস্তুত করেছিল স্প্যানিশ জায়ান্টরা, তবে তাকে দুই বছরের বেতন দেওয়া হতো। এতেও আপত্তি ছিল না মেসির, চুক্তি মেনে নিয়েছিলেন তিনি। এমনকি বার্সায় থাকতে অর্ধেক বেতন কমানোরও সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
লাপোর্তা বলেছেন, 'মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি প্রস্তুত করেছিলাম আমরা কিন্তু তাকে দুই বছরের বেতন দেওয়ার কথা ছিল। এই চুক্তিতে রাজি ছিল মেসি, সে গ্রহণ করেছিল। আর্থিক দিক বিবেচনায় আমরা সন্তুষ্ট ছিলাম, মনে হচ্ছিল এটা ভালো চুক্তি। কিন্তু এটা লা লিগা এটাকে অনুমোদন দেয়নি।'